বাণেশ্বর শিব মন্দির, মহাকালপোতা, দাসপুর, পশ্চিম মেদিনীপুর
শ্যামল কুমার ঘোষ
পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর-২ ব্লকের অধীন একটি গ্রাম মহাকালপোতা। চলতি নাম মাকালপোতা। হাওড়া-মেদিনীপুর রেলপথে পাঁশকুড়া স্টেশন থেকে ঘাটালগামী বাসে প্রথমে সুলতাননগর মোড়। সেখান থেকে অটো বা ট্রেকারে সোনাখালী স্কুল মোড়। সেখান থেকে টোটোতে বা হেঁটে মহাকালপোতা বা মাকালপোতা গ্রাম। গ্রামে শ্রীশ্রী বাণেশ্বর শিবের আটচালা মন্দিরটি উল্লেখযোগ্য।
উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত মন্দিরটি পশ্চিমমুখী ও ত্রিখিলান প্রবেশপথবিশিষ্ট। গর্ভগৃহের সামনে অলিন্দ। গর্ভগৃহে প্রবেশের দুটি দরজা। একটি পশ্চিম দিকে, অপরটি দক্ষিণ দিকে। মন্দিরের সামনের দেওয়ালের তিনটি খিলানের উপরে নিবদ্ধ হয়েছে পুতনা ও কংস বধ, রামরাবণের যুদ্ধ, রামসীতা প্রভৃতি 'টেরাকোটা' ফলক। কুলুঙ্গির মধ্যে দশাবতার মূর্তি ও কৃষ্ণলীলার দৃশ্য দেখা যায়। মন্দিরের অনেক ফলক নষ্ট হয়ে গেছে। মন্দিরে উৎকীর্ণ প্রতিষ্ঠাফলকের পাঠ : "শ্রীশ্রীসিব / সন ১২/ ২৬ সাল / মন্দির সাঙ্গ" অর্থাৎ ১৮১৯ খ্রীষ্টাব্দে মন্দিরটি নির্মিত হয়। ১৩৩৯ বঙ্গাব্দে মন্দিরটি সংস্কার করা হয়। সংস্কার করেন কিস্মত রাধাকান্তপুরের জমিদার বিজন বিহারী মণ্ডল। মন্দিরে শ্বেতপাথরের একটি সংস্কারফলক আছে। দক্ষিণ দিকের দরজার দুপাশে দুটি 'মালাজপরত' মূর্তি ও উত্তর দিকের দেওয়ালে 'ছেলে কাঁকে মহিলা' মূর্তি আছে।
মন্দিরটি পরিদর্শনের তারিখ : ১৮.০২.২০১৯
সহায়ক গ্রন্থ :
উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত মন্দিরটি পশ্চিমমুখী ও ত্রিখিলান প্রবেশপথবিশিষ্ট। গর্ভগৃহের সামনে অলিন্দ। গর্ভগৃহে প্রবেশের দুটি দরজা। একটি পশ্চিম দিকে, অপরটি দক্ষিণ দিকে। মন্দিরের সামনের দেওয়ালের তিনটি খিলানের উপরে নিবদ্ধ হয়েছে পুতনা ও কংস বধ, রামরাবণের যুদ্ধ, রামসীতা প্রভৃতি 'টেরাকোটা' ফলক। কুলুঙ্গির মধ্যে দশাবতার মূর্তি ও কৃষ্ণলীলার দৃশ্য দেখা যায়। মন্দিরের অনেক ফলক নষ্ট হয়ে গেছে। মন্দিরে উৎকীর্ণ প্রতিষ্ঠাফলকের পাঠ : "শ্রীশ্রীসিব / সন ১২/ ২৬ সাল / মন্দির সাঙ্গ" অর্থাৎ ১৮১৯ খ্রীষ্টাব্দে মন্দিরটি নির্মিত হয়। ১৩৩৯ বঙ্গাব্দে মন্দিরটি সংস্কার করা হয়। সংস্কার করেন কিস্মত রাধাকান্তপুরের জমিদার বিজন বিহারী মণ্ডল। মন্দিরে শ্বেতপাথরের একটি সংস্কারফলক আছে। দক্ষিণ দিকের দরজার দুপাশে দুটি 'মালাজপরত' মূর্তি ও উত্তর দিকের দেওয়ালে 'ছেলে কাঁকে মহিলা' মূর্তি আছে।
মন্দিরটি পরিদর্শনের তারিখ : ১৮.০২.২০১৯
বাজিয়ের দল |
বাণেশ্বর শিব মন্দির, মহাকালপোতা ( সামনে থেকে ) |
বাণেশ্বর শিব মন্দির, মহাকালপোতা ( ডান দিক থেকে ) |
মন্দিরের সামনের বিন্যাস |
মন্দিরের ত্রিখিলান বিন্যাস |
বাঁ দিকের খিলানের উপরের কাজ |
পুতনা বধ |
মাঝের খিলানের উপরের কাজ |
রামরাবণের যুদ্ধ ও অন্য চিত্র |
বাজিয়ের দল |
নৃসিংহ ও বরাহ অবতার |
বলরাম ও পরশুরাম |
যশোদার দধিমন্থনকালে কৃষ্ণের ননীপাত্রে হস্তপ্রবেশ |
গোষ্ঠে কৃষ্ণ |
দক্ষিণ দিকের দরজার পাশের মূর্তি |
ছেলে কাঁকে মহিলা |
পাখি |
সংস্কারফলক |
প্রতিষ্ঠাফলক |
সহায়ক গ্রন্থ :
১) পুরাকীর্তি সমীক্ষা : মেদিনীপুর ~ তারাপদ সাঁতরা
*****
|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন