দামোদর মন্দির, কেন্দুর, খণ্ডঘোষ, পূর্ব বর্ধমান
শ্যামল কুমার ঘোষ
পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের গোপালবেড়া গ্রামপঞ্চায়েতের অধীন একটি গ্রাম কেন্দুর। এই গ্রামে যেতে হলে বাসে বর্ধমান-আরামবাগ বাস রাস্তার উপর অবস্থিত উচালন আমতলায় নামুন। সেখান থেকে টোটোতে গ্রামে পৌঁছে যান। গ্রামে স্থানীয় সাহু ( সাউ ) পরিবারের দামোদর মন্দিরটি উল্লেখযোগ্য।
সামান্য উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত ইঁটের তৈরী দক্ষিণমুখী মন্দিরটি একরত্ন শ্রেণীর। মন্দিরের সামনে ও দুপাশে তিনটি করে খিলান আছে । চারকোণা মন্দিরের গর্ভগৃহের তিনদিকে অলিন্দ। মন্দিরে কোন প্রতিষ্ঠাফলক নেই। তাই মন্দির নির্মাণের সঠিক সময় বলা যাবে না। মন্দিরের সামনের দেওয়ালে 'টেরাকোটা' অলংকরণ আছে। দুপাশের দেওয়ালে খিলানের উপরে অল্প 'টেরাকোটা' কাজ লক্ষ্য করা যায়। টেরাকোটা ফলকগুলির মধ্যে 'ভীষ্মের শরশয্যা' ফলকটি চমৎকার। শুনলাম, এই মন্দিরটির সংরক্ষণের জন্য অজয় বাবু ( অজয় কোনার ) ও অন্যান্যোরা কাজ করেছেলেন। কিন্তু আওতার জন্য মন্দিরের সামনের দিক স্যাঁতসেঁতে। ( সামনের দিকে বাসগৃহ আছে। ) সেজন্য সামনের দিকের টেরাকোটা ফলকগুলি দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। তাছাড়া সামনের দিকের ছবি তোলাও বেশ কষ্টকর। মন্দিরের গর্ভগৃহে শ্রীশ্রী দামোদর ( নারায়ণ শিলা ) নিত্য পূজিত।
মন্দিরটি পরিদর্শনের তারিখ : ১৩.১২.২০১৮
ভীষ্মের শরশয্যা |
মন্দিরের দুদিকের ত্রিখিলান বিন্যাস ( Panaromic view ) |
মন্দিরের পিছন দিক |
মন্দিরের শিখর |
সপরিবারে দুর্গা |
হরগৌরী |
প্রসাধন |
জয়া-বিজয়াসহ হরগৌরী |
বলরাম ও কৃষ্ণ |
টেরাকোটা চিত্র - ১ |
টেরাকোটা চিত্র - ২ |
টেরাকোটা চিত্র - ৩ |
ভার বাহক |
কুলুঙ্গির মধ্যের কাজ - ১ |
ষড়ভুজ কৃষ্ণ |
কুলুঙ্গির মধ্যের কাজ - ২ |
কুলুঙ্গির মধ্যের কাজ - ৩ |
কুলুঙ্গির মধ্যের কাজ - ৪ |
কুলুঙ্গির মধ্যের কাজ - ৫ |
কুলুঙ্গির মধ্যের কাজ - ৬ |
কুলুঙ্গির মধ্যের কাজ - ৭ |
কুলুঙ্গির মধ্যের কাজ - ৮ |
কুলুঙ্গির মধ্যের কাজ - ৯ |
কুলুঙ্গির মধ্যের কাজ - ১০ |
কুলুঙ্গির মধ্যের কাজ - ১১ |
শিকার |
শ্রীকৃষ্ণের গোষ্ঠলীলা |
গোপীদের দধিভান্ডবহন ও কৃষ্ণকে প্রদান |
কংস বধ |
জমিদারের অন্যত্র গমন ও অন্য চিত্র |
মন্দিরে 'টেরাকোটা' নকশা |
শ্রীশ্রী দামোদর ( নারায়ণ শিলা )
*******
|
কাজ শুরু করলেও শেষ করতে দেওয়া হয়নি গ্রাম্য রাজনীতির কারণে।
উত্তরমুছুনKhubee durbhaygo purno sheta.
উত্তরমুছুনদামোদর মন্দির সাউ পরিবারের নয়।আপনি না জেনে লিখে দিলেন? এটা কি ইতিহাসকে বিকৃত করা হলো না?আশা করব আপনি যথাযথ তথ্য সংগ্রহ করে ঐ অংশ টি সরিয়ে দেবেন। অনেক অনেক ধন্যবাদ।
উত্তরমুছুন