Pages

বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭

Bilweshwari Temple and Madanmohan Temple, Bilwagram, Nakashipara, Nadia,West Bengal


বিল্বেশ্বরী ও মদনমোহন মন্দির, বিল্বগ্রাম, নদিয়া 
                                 শ্যামল  কুমার  ঘোষ 
          শিয়ালদহ-লালগোলা রেলপথে বেথুয়াডহরী একটি স্টেশন। শিয়ালদহ থেকে দূরত্ব ১২৮ কিমি। স্টেশন থেকে ৬.৫ কিমি পশ্চিমে অবস্থিত একটি গ্রাম বিল্বগ্রাম। গ্রামটি নাকাশীপাড়া থানার অন্তর্গত।বেথুয়াডহরী স্টেশন থেকে টোটোতে সহজেই এই গ্রামে যাওয়া যায়। গ্রামটি পণ্ডিত মদনমোহন তর্কালংকারের জন্মস্থান। ৩৪ নং জাতীয় সড়ক বেথুয়াডহরীর উপর দিয়ে গেছে। তাই ৩৪ নং জাতীয় সড়ক  ধরেও এই গ্রামে যাওয়া যায়।    
           গ্রামটি একদা গঙ্গাতীরবর্তী ছিল।  এখন গঙ্গা অনেকটাই পশ্চিমে সরে গেছে।
          এই গ্রামের অধিষ্ঠাত্রী দেবী হলেন বিল্বেশ্বরী। দুর্গামূর্তির অনুরূপ তাঁর প্রস্তরমূর্তি এক দালান-মন্দিরে প্রতিষ্ঠিত। মূর্তিটি খুবই ছোটো। বর্তমান মন্দিরটি খুবই সাধারণ মানের এবং অসম্পূর্ণ। বিল্বেশ্বরীর নিত্যপূজা ছাড়াও চৈত্র মাসে, বাসন্তী পূজার সময়, বিল্বেশ্বরীর সর্বজনীন পূজা হয়। মন্দিরে দু-তিনটি বড় পাথর ও কয়েকটি  ভগ্ন শিবলিঙ্গও আছে।


বিল্বেশ্বরী মন্দির, বিল্বগ্রাম, নদিয়া 

বিল্বেশ্বরী ও অন্যান্য বিগ্রহ 

বিল্বেশ্বরী মূর্তি 

          গ্রামে আর একটি দালান মন্দিরে মদনমোহন নামে  খ্যাত কালো পাথরের কৃষ্ণ ও অষ্টধাতুর রাধিকা মূর্তি প্রতিষ্ঠিত ও নিত্যপূজিত। স্থানীয় পণ্ডিত কালিদাস সিদ্ধান্ত এই মন্দির ও বিগ্রহের প্রতিষ্ঠাতা। মন্দিরটির বহুবার সংস্কার করা হয়েছে। ১৪০৬ বঙ্গাব্দে ডঃ অশোক কুমার চট্টোপাধ্যায় মন্দিরটি পাঁচিল দিয়ে ঘিরে দেন। নিত্য পূজা ছাড়াও স্নানযাত্রা, জন্মাষ্টমী, রাসযাত্রা, দোল উৎসব ইত্যাদি অনুষ্ঠান হয়ে থাকে।    

মদনমোহন মন্দির - ১

মদনমোহন মন্দির - ২

মদনমোহন বিগ্রহ - ১

মদনমোহন বিগ্রহ - ২

          একদা, এই গ্রামে বহু সংস্কৃতজ্ঞ পণ্ডিতের বাস ছিল। এখানকার আদি পণ্ডিত বিষ্ণুদাস ঠাকুরের ২৯ তম পুরুষ পণ্ডিত মদনমোহন তর্কালংকার এই গ্রামের সন্তান। তাঁর জন্মভিটায় তাঁর স্মৃতিতে একটি স্মারক-স্তম্ভ নির্মিত হয়েছে। তাঁর জন্মদিনে এখানে সভাদি হয়ে থাকে।

গ্রামটি পরিদর্শনের তারিখ : ১৫.০৮.২০১৭ 


মদনমোহন তর্কালংকারেরস্মারক-স্তম্ভ 

স্মৃতি-ফলক 

 সহায়ক গ্রন্থ :

           ১)  নদীয়া জেলার পুরাকীর্তি : মোহিত রায় ( তথ্য-সংকলন ও গ্রন্থনা )   
                                               
                         ---------------------
            আমার  ইমেল :  shyamalfpb@gmail.com   প্রয়োজনে  যোগাযোগ  করতে  পারেন।                               

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন