চণ্ডীমণ্ডপ, মিত্রমুস্তাফী বাড়ি, শ্রীপুর, হুগলি
শ্যামল কুমার ঘোষ
ব্যাণ্ডেল-কাটোয়া রেলপথে জীরাট ও বলাগড় পরপর দুটি রেলস্টেশন। ব্যাণ্ডেল থেকে যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম স্টেশন। হাওড়া থেকে রেলপথে দূরত্ব যথাক্রমে ৬১.4 কিমি ও ৬৪.7 কিমি। দুই স্টেশনের মধ্যবর্তী একটি গ্রাম শ্রীপুর। শ্রীপুরের আগের নাম ছিল আটিশেওড়া।
শ্রীপুরের ইতিহাস 'মিত্রমুস্তৗফী' বা 'মিত্রমুস্তাফী' বংশের সঙ্গে জড়িত। এঁদের আদি নিবাস ছিল নদিয়া জেলার অন্তর্গত উলা-বীরনগর গ্রামে। উলার রামেশ্বর মিত্রমুস্তাফী ছিলেন এই বংশের প্রতিষ্ঠাতা। রামেশ্বর নবাব মুর্শিদকুলি খাঁর শাসনকালে সুবে বাংলার রাজস্ব বিভাগের মুস্তৗফী (= নায়েব কানুনগো ) পদে উন্নীত হন। এই রামেশ্বরের জ্যেষ্ঠপুত্র রঘুনন্দন ১৬৩০ শকাব্দে ( ১৭০৮ খ্রীষ্টাব্দে ) গঙ্গার পূর্বতীরের উলা গ্রাম ছেড়ে পশ্চিমতীরে আটিশেওড়া গ্রামে বসতি স্থাপন করেন এবং গ্রামের নতুন নামকরণ করেন শ্রীপুর। সেখানে রঘুনন্দন উলার বসতবাড়ির অনুকরণে গড়বেষ্টিত বাড়ি, পুকুর, চণ্ডীমণ্ডপ, মন্দির ইত্যাদি নির্মাণ করেন।
শ্রীপুরে মিত্রমুস্তাফীদের প্রতিষ্ঠিত যেকটি দেবালয় আছে তারমধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দোচালা চণ্ডীমণ্ডপটি। খড়ের চালের বদলে টিনের চাল দেওয়াতে মণ্ডপের সৌন্দর্য অনেকটাই হানি হয়েছে। কিন্তু কাঠের কারুকার্যগুলি রক্ষা পেয়েছে। এরকম আরেকটি চণ্ডীমণ্ডপ আছে হুগলির আঁটপুরের মিত্রদের বাড়ি। নদিয়া জেলার উলার মিত্রমুস্তাফীদের বাড়িতে এরকম আরেকটি চণ্ডীমণ্ডপ ছিল। কিন্তু দুঃখের বিষয় তা অনেক দিন হল নষ্ট হয়ে গেছে। বাংলার তক্ষণ শিল্পের নিদর্শন স্বরূপ এধরণের চণ্ডীমণ্ডপ সত্যই বিরল। বিভিন্ন দেবদেবীর মূর্তি, পৌরাণিক ঘটনা, সামাজিক চিত্র, নকশা ইত্যাদি স্তম্ভের গায়ে, কড়িকাঠে ও ফ্রেমের উপর অজানা শিল্পীদের হাতের ছোঁয়ায় জীবন্ত রূপ পেয়েছে। ঘুণপোকার আক্রমণে ও বিজ্ঞানসম্মত সংরক্ষণের অভাবে কারুকার্যের অনেকটা ক্ষতি হলেও যা এখনও অবশিষ্ট আছে তা দেখলে বিস্ময়ে হতবাক হতে হয়। আগে মণ্ডপ অভ্যন্তরে বেতের সুক্ষ্ম কাজ দ্বারা শোভামণ্ডিত ছিল। এখন তা নষ্ট হয়ে গেছে। কাঠের উপর খোদাই করার জন্য এখানে কাঁঠাল কাঠকে বেছে নেওয়া হয়েছে। বাংলার তক্ষণ শিল্প কত উন্নত ছিল তা চণ্ডীমণ্ডপের এই মূর্তি ও নকশা গুলো দেখলে বোঝা যায়। মিত্রমুস্তাফী বংশের সদস্যদের অনেক-অনেক ধন্যবাদ বাংলার এই প্রাচীন শিল্পের নিদর্শনগুলিকে টিকিয়ে রাখার জন্য এবং সেগুলি দেখতে দেওয়ার জন্য।
|
শ্রীপুরে মিত্র মুস্তাফী বাড়ির চণ্ডীমণ্ডপ |
|
তক্ষণ-ভাস্কর্য - ১ ( মহিষমর্দিনী ) |
|
তক্ষণ-ভাস্কর্য - ২ ( কার্তিক ) |
|
তক্ষণ-ভাস্কর্য - ৩ |
|
তক্ষণ-ভাস্কর্য - ৪ ( ব্রহ্মা ) |
|
তক্ষণ-ভাস্কর্য - ৫ ( কৃষ্ণ ও রাধিকা ) |
|
তক্ষণ-ভাস্কর্য - ৬ |
|
তক্ষণ-ভাস্কর্য - ৭ |
|
তক্ষণ-ভাস্কর্য - ৮ |
|
তক্ষণ-ভাস্কর্য - ৯ ( শকুন্তলা ও হরিণ-শিশু ) |
|
তক্ষণ-ভাস্কর্য - ১০ |
|
তক্ষণ-ভাস্কর্য - ১১ |
|
তক্ষণ-ভাস্কর্য - ১২ |
|
তক্ষণ-ভাস্কর্য - ১৩ |
|
তক্ষণ-ভাস্কর্য - ১৪ |
|
তক্ষণ-ভাস্কর্য - ১৫ |
|
তক্ষণ-ভাস্কর্য - ১৬ |
|
তক্ষণ-ভাস্কর্য - ১৭ |
|
তক্ষণ-ভাস্কর্য - ১৮ |
|
তক্ষণ-ভাস্কর্য - ১৯ |
|
তক্ষণ-ভাস্কর্য - ২০ ( বন্দুক হাতে সাহেব ) |
|
তক্ষণ-ভাস্কর্য - ২১ |
|
তক্ষণ-ভাস্কর্য - ২২ |
|
তক্ষণ-ভাস্কর্য - ২৩ |
|
তক্ষণ-ভাস্কর্য - ২৪ |
|
তক্ষণ-ভাস্কর্য - ২৫ |
|
তক্ষণ-ভাস্কর্য - ২৬ |
|
তক্ষণ-ভাস্কর্য - ২৭ |
|
তক্ষণ-ভাস্কর্য - ২৮ |
|
তক্ষণ-ভাস্কর্য - ২৯ |
|
তক্ষণ-ভাস্কর্য - ৩০ |
|
তক্ষণ-ভাস্কর্য - ৩১ |
|
তক্ষণ-নকশা - ১ |
|
তক্ষণ-নকশা - ২ |
|
তক্ষণ-নকশা - ৩ |
|
তক্ষণ-নকশা - ৪ |
|
তক্ষণ-নকশা - ৫ |
|
তক্ষণ-নকশা - ৬ |
|
তক্ষণ-নকশা - ৭ |
চণ্ডীমণ্ডপের পশ্চিম দিকের দেওয়াল পোড়ামাটির সুন্দর সুন্দর নকশার ফলক দিয়ে সাজানো। দেওয়ালে চুনকাম করার সময় নকশাগুলির উপর চুনের প্রলেপ পড়ে দেখতে কিছুটা খারাপ হয়েছে।
|
টেরাকোটা ফলক - ১ |
|
টেরাকোটা ফলক - ২ |
প্রতি বছর দুর্গাপূজার সময় এই চণ্ডীমণ্ডপে দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। দুর্গাপূজার ছবি দুটি ২০১৬ সালে তোলা।
|
চণ্ডীমণ্ডপে দুর্গাপুজো ( ২০১৬ ) - ১ |
|
চণ্ডীমণ্ডপে দুর্গাপুজো ( ২০১৬ ) - ২ |
শ্রীপুরে যেতে হলে শিয়ালদহ থেকে সকাল ৮ টা ৬ মিনিটের কাটোয়া লোকাল বা হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরুন । নামুন বলাগড় স্টেশনে। ব্যাণ্ডেল থেকেও ব্যাণ্ডেল-কাটোয়া লোকাল পাবেন । স্টেশন থেকে টোটো বা অটো রিকশায় উঠে দোলতলায় ( কেউ কেউ রাসতলাও বলেন ) নামুন । কাছেই মিত্রমুস্তাফী বাড়ি।
-------------------------------------------
আমার ইমেল : shyamalfpb@gmail.com প্রয়োজনে যোগাযোগ করতে পারেন।
--------------------------------------------
দারুণ ভালো লাগলো। যাওয়ার ইচ্ছা রইলো। অনেক ধন্যবাদ।kaushik.ankia@gmail.com
উত্তরমুছুনধন্যবাদ
মুছুন