শ্রী শ্রী শ্যামরাই জিউ মন্দির, শ্যামবাজার, শান্তিপুর, নদিয়া
শ্যামল কুমার ঘোষ
শ্রীঅদ্বৈতাচার্য়ের পুত্র বলরাম মিশ্রের কৃতি সন্তান মথুরেশ গোস্বামী ( চক্রবর্তী )। মথুরেশের কনিষ্ট পুত্র রামেশ্বর চক্রবর্তী বর্তমান কাশ্যপপাড়ার কাছে শ্রী শ্রী রাধাবল্লভ জিউর মন্দির প্রতিষ্ঠা করেন। এই বাড়ি 'চাকফেরা গোস্বামী' বাড়ি নামে পরিচিত। প্রসঙ্গত উল্লেখ্য, পূর্বকালে তিন থেকে চার বা পাঁচ দর্শনের পণ্ডিতগণ 'চক্রবর্তী' বা 'সার্বভৌম' উপাধি পেতেন। রামেশ্বরের দ্বিতীয় পুত্র কেশব। কেশবের পুত্র পিতাম্বর পিতৃগৃহ থেকে পৃথক হয়ে শ্যামবাজার অঞ্চলে একটি দালান মন্দিরে প্রতিষ্ঠা করেন শ্রী শ্রী শ্যামরাই বিগ্রহ। কথিত আছে, এই বিগ্রহের নামে এখানে একটি বাজার হয়েছিল। পরে বাজারটি বিলুপ্ত হলেও অঞ্চলটির নাম শ্যামবাজার রয়ে গেছে। বলা বাহুল্য, এই বাড়ি 'চাকফেরা গোস্বামী' বাড়ির উপশাখা। শ্রী শ্রী শ্যামরাই জিউ'র নিত্য পূজা ছাড়াও রাসোৎসব সহ সমস্ত বৈষ্ণব পূজা-পার্বণ এখানে পালন করা হয়। এই মন্দিরে শিব রূপে একটি পাথর ও প্রস্তর নির্মিত জোড়া কালী মূর্তিও পূজিত হন। কালী ও কৃষ্ণের সহাবস্থান সত্যই বিরল।
শ্রীশ্রী শ্যামরায় জিউ মন্দিরের তোরণ-পথ |
শ্রীশ্রী শ্যামরায় জিউ মন্দির |
শ্রীশ্রী শ্যামরায় ও রাধিকা বিগ্রহ |
শিব ও জোড়া কালী |
শান্তিপুরের এই মন্দিরে যেতে হলে শিয়ালদহ থেকে শান্তিপুর লোকাল ধরুন। রেলপথে শান্তিপুরের দূরত্ব ৯৩ কিমি। ট্রেনে সময় লাগে আড়াই ঘন্টা। স্টেশন থেকে রিকশায় বা টোটোতে পৌঁছে যান শ্যামবাজার পাড়ায় অবস্থিত গোস্বামী বাড়ি।
সহায়ক গ্রন্থ :
১. রাসোৎসব - ২০১৫ উপলক্ষে শান্তিপুর বিগ্রহবাড়ি সমন্বয় সমিতি কর্তৃক প্রকাশিত পুস্তিকা
----------------------------
আমার ইমেল : shyamalfpb@gmail.com প্রয়োজনে যোগাযোগ করতে পারেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন